পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রঘুনাথ হেথা আসি যবে উতরিলা শিখ-গুরু পড়িছেন ভগবৎ-লীলা । রঘু কহিলেন নমি চরণে র্তাহার “দীন আনিয়াছে, প্রভু, হীন উপহার ” বান্ত বাড়াইয় গুরু শুধায়ে কুশল আশীষিলা মাথায় পরশি করতল । কনকে মাণিক্যে গাথা বলয় দু’খানি গুরুপদে দিলা রঘু জুড়ি’ দুইপাণি । ভূমিতল হ’তে বালা লইলেন তুলে’ দেখিতে লাগিলা প্রভু ঘুরায়ে অঙ্গুলে হীরকের সূচীমুখ শতবার ঘুরি’ হানিতে লাগিল শত আলোকের ছুরি ঈষৎ হাসিয়া গুরু পাশে দিলা রাখি, আবার সে পুথিপরে নিবেশিলা আঁখি । সহসা একটি বালা শিলাতল হ’তে গড়ায়ে পড়িয়া গেল যমুনার স্রোতে । ○○ と。