পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বনের ছায়া বনের মৰ্ম্মের মাঝে বিজনে বঁাশরি বাজে, তারি সুরে মাঝে মাঝে ঘুঘু দুটি গান গায় । ঝুরু ঝুরু কত পাত গাঁহিছে বনের গাথা, কত না মনের কথা তারি সাথে মিশে যায় । লতাপাত কতশত খেলে কাপে কত মত, ছোট ছোট আলোছায়া ঝিকিমিকি বন ছেয়ে, তারি সাথে তারি মত খেলে কত ছেলেমেয়ে । কোথায় সে গুন গুন ঝর ঝর মরমর, কোথা সে মাথার পরে লতাপাত থরথর । কোথায় সে ছায়া আলো, ছেলেমেয়ে, খেলাধূলি, কোথা সে ফুলের মাঝে এলোচুলে হাসিগুলি ! কোথারে সরল প্রাণ, গভীর আনন্দ গান, অসীম শান্তির মাঝে প্রাণের সাধের গেহ, তরুর শীতল ছায়া বনের শ্যামল স্নেহ ।