এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ধন্ত তরুণ প্ৰাণ । মহৎ আশায় বাড়িল হৃদয়, জাগিল হর্মগান । দাড়ায়ে বিশাল ধরণীর তলে ঘুচে গেল ভয়লাজ, বুঝিতে পারিনু এ জগৎমাঝে আমারো রয়েছে কাজ । কহিলাম জোড়করে— “এই লহ, মাতঃ, এ চির-জীবন সপিলু তোমারি তরে ” বন্ধু, এ দীন হয়েছে বাহির তোমাদেরি কথা শুনে, সেই দিন হ’তে কণ্টক পথে চলিয়াছি দিন গুণে । ○(?る