এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
শৈশব-কুঁড়ি ছিড়িয়া, বাহির করি যৌবন-মধু । ফুটন্ত নব-জীবনের পরে চাপায়ে শাস্ত্রভার জীণ যুগের ধূলি সাথে তা’রে করে দিই একাকার । বন্ধু, এ তব বিফল চেষ্টা, আর কি ফিরিতে পারি ? শিখরগুহায় আর ফিরে যায় নদীর প্রবল বারি ? জীবনের স্বাদ পেয়েছি যখন, চলেছি যখন কাজে,