এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পরিত্যক্ত প্রতি পলে পলে আসিবে না আর সেই আশ্বাসবাণী । শত হৃদয়ের উৎসাহ মিলি’ টানিয়া লবে না মোরে, আপনার বলে চলিতে হইবে আপনার পথ করে’ । আকাশে চাহিব, হায়, কোথা সেই পুরাতন শুকতারা ! তোমাদের মুখ ভ্ৰকুটি-কুটিল নয়ন আলোকহারা ! মাঝে মাঝে শুধু শুনিতে পাইব হা হা হা অট্টহাসি, শ্রান্ত-হৃদয়ে আঘাত করিবে নিঠুর বচন আসি’। ভয় নাই যার কি করিবে তা’র এই প্রতিকূল স্রোতে । তোমারি শিক্ষা করিবে রক্ষা তোমারি বাক্য হ’তে । ২৮শে জ্যৈষ্ঠ, ১৮৮৮ ৷