এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
এই G এই অামি অতৃপ্ত যত মহৎ বাসনা গোপন মৰ্ম্ম-দাহিনী, আপন মাঝারে শুষ্ক জীবন বাহিনী । ভৈরবী দিয়া গাথিয়া গাথিয়া রচিব নিরাশা-কাহিনী । করুণ কণ্ঠ কাদিয়া গাহিবে,— “হ’ল না, কিছুই হ’বে না । মায়াময় ভবে চিরদিন কিছু র”বে না । জীবনের মত গুরুভার ব্রত ধূলি হ’তে তুলি’ লবে না । সংশয়-মাঝে কোন পথে যাই, কা’র তরে মরি খাটিয়া । কা’র মিছে দুখে মরিতেছি, বুক ফাটিয়া । সত্য মিথ্যা কে করেছে ভাগ, কে রেখেছে মত আঁটিয়া । ーハど\ど。