পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম প্রচার এখনো তাদের ভুলিতে পারিনে, মাঝে মাঝে জাগে প্রাণে, চিরজীবনের সুখবন্ধন সেই গুহমাঝে টানে । তখন তোমার রক্ত-সিক্ত ওই মুখপানে চাহি, ও প্রেমের কাছে স্বদেশ বিদেশ আপনা ও পর নাহি । ওই প্রেম তুমি কর বিতরণ আমার হৃদয় দিয়ে, বিষ দিতে যারা এসেছে, তাহারা ঘরে যাক সুধা নিয়ে । পাপ লয়ে’ প্রাণে এসেছিল যার তাহারা আস্থক বুকে । পড়ক প্রেমের মধুর আলোক ভ্ৰকুটি-কুটিল মুখে ” “আর প্রাণে নাহি সহে, আর্য্যরক্ত দহে ।” “ওহে হারু, ওহে মাধু, লাঠি নিয়ে ঘা-কতক দাওত হে ।” ©ዓዓ