এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
দেখ, এই ফুটিয়াছে ফুল, বসন্তেরে করেছে আকুল ; পুরানো স্থখের স্মৃতি বাতাস আনিছে নিতি কত স্নেহভাবে, হায়, কোথা যাবে। খেলাধূলা পড়ে না কি মনে, কত কথা স্নেহের স্মরণে ? সুখে দুখে শত ফেরে সে কথা জড়িত যে রে সেও কি ফুরাবে ? হায়, কোথা যাবে ! চির দিন তরে হবে পর, এ ঘর র*বে না তব ঘর । যারা ওই কোলে যেত তারাও পরের মত, বারেক ফিরেও নাহি চাবে ? হায়, কোথ। যাবে। হয়, কোথা যাবে ! যাবে যদি, যাও যাও অশ্র তবে মুছে যাও, এইখানে দুঃখ রেখে যাও । যে বিশ্রাম চেয়েছিলে, তাই যেন সেথা মিলে আরামে ঘুমাও । কোথায়