পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর | নব-বঙ্গ-দম্পতী ( বাসর-শয়নে ) জীবনে জীবনে প্রথম মিলন, সে স্তখের কোথা তুলা নাই । এস, সব ভুলে’ আজি আঁখি তুলে’ শুধু দু হু দোহা মুখ চাই । মরমে মরমে সরমে ভরমে জোড়া লাগিয়াছে একঠাই, যেন এক মোহে ভুলে’ আছি দোহে যেন এক ফুলে মধু খাই ! জনম অবধি বিরহে দগধি’ এ পরাণ হয়েছিল ছাই, তোমার আপার প্রেম-পারাবার কুড়াইতে আমি এনু তাই ! বল একবার, “আমিও তোমার, তোমা ছাড়া কারে নাহি চাই ।” ○bア>