পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়। বৃথা এ বিড়ম্বনা ! কিসের লাগিয়া এতই তিয়াষ, কেন এত যন্ত্রণা ! ছায়ার মতন ভেসে চলে’ যায় দরশন পরশন, এই যদি পাই, এই ভুলে যাই তৃপ্তি না মানে মন । কতবার আসে, কতবার ভাসে, মিশে যায় কতবার, পেলে ও যেমন না পেলে তেমন শুধু থাকে হাহাকার । সন্ধ্যাপবনে কুঞ্জভবনে নিজজন নদীতীরে ছায়ার লাগিয়া ফিরে । কত দেখা-শোনা কত আনাগোনা চারিদিকে অবিরত, ○br*