পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ষার দিনে এমন দিনে তা’রে বলা যায়, এমন ঘনঘোর বরিষায় । এমন মেঘস্বরে বাদল ঝরঝরে তপনহীন ঘন তমসায় ! সে কথা শুনিবে না কেহ আর, নিভূত নির্জন চারিধার। দুজনে মুখোমুখী গভীর দুখে দুখী ; আকাশে জল ঝরে অনিবার ; জগতে কেহ যেন নাহি আর । সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব ! কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে” হৃদয় দিয়ে হৃদি অনুভব, আঁধারে মিশে গেছে আর সব ! বলিতে বাজিবে না নিজ কানে, চমক লাগিবে না নিজ প্রাণে । NᏬᏜ >