এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মেঘের খেল৷ স্বপ্ন যদি হ’ত জাগরণ, সত্য যদি হ’ত কল্পনা, তবে এ ভালবাসা হ’ত না হত-আশা কেবল কবিতার জল্পনা । মেঘের খেলা সম হ’ত সব মধুর মায়াময় ছায়াময় । কেবল আনাগোনা, নীরবে জানাশোনা, জগতে কিছু আর কিছু নয় । কেবল মেলামেশা গগনে, সুনীল সাগরের পরপারে, সুদূরে ছায়াগিরি তাহারে ঘিরি’ ঘিরি’ শ্যামল ধরণীর ধারে ধারে । কখনো ধীরে ধীরে ভেসে যায় কখনো মিশে যায় ভাঙিয়া, কখনো ঘননীল, বিজুলি-ঝিলিমিল, কখনো উষারাগে রাঙিয়া । ○ふN○