এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
যেমন প্রাণপণ বাসনা, তেমনি বাধা তা’র সুকঠিন, সকলি লঘু হয়ে” কোথায় যেত বয়ে” ছায়ার মত হ’ত কায়াহীন । চাদের আলো হ’ত সুখহাস, শ্রী শরতের বরষণ । সাক্ষা করি বিধু মিলন হ’ত মৃদু কেবল প্রাণে প্রাণে পরশন । শান্তি পেত এই চিরতুষা চিত্ত চঞ্চল সকাতর, প্রেমের থরে থরে বিরাম জাগিতরে, দুখের ছায়া মাঝে রবিকর । ৭ই জ্যৈষ্ঠ, ১৮৮৯ । SSASASTS STS