এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পূৰ্ব্বকালে প্রাণমন দিয়ে ভালবাসিয়াছে এত দিন এত লোক, এত কবি এত গেথেছে প্রেমের শ্লোক ; তবু তুমি ভবে চির-গৌরবে ছিলে না কি একেবারে হৃদয় সবার করি অধিকার ? তোমা-ছাড়া কেহ কারে বুঝিতে পারিনে ভালো কি বাসিতে পারে ? গিয়েছে এসেছে কেঁদেছে হেসেছে ভালো ত বেসেছে তারা, আমি ততদিন কোথা ছিনু দল-ছাড়া ? ছিনু বুঝি বসে কোন একপাশে পথ-পাদপের ছায় স্বপ্তিকালের প্রত্যুষ হ’তে তোমারি প্রতীক্ষায় ; চেয়ে দেখি কত পথিক চলিয়া যায় ! ᏬᎼᏄ