এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
পাষাণী ম৷ হে ধরণী, জীবের জননী শুনেছি যে মা তোমায় বলে, তবে কেন সবে তোর কোলে কেঁদে তাসে কেঁদে যায় চলে* তবে কেন তোর কোলে এসে সন্তানের মেটে না পিপাসা । কেন চায়—কেন কাদে সবে, কেন কেঁদে পায় না ভালবাসা কেন হেথা পাষাণ পরাণ, কেন সবে নীরস নিষ্ঠুর । কেঁদে কেঁদে হুয়ারে যে আসে কেন তারে করে দেয় দূর । কাদিয়া যে ফিরে চলে যায়, তা’র তরে কঁাদিসনে কেহ, এই কি, মা, জননীর প্রাণ, এই কি, মা, জননীর স্নেহ ? ર ఏ