এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
26 আশঙ্কা কে জানে এ কি ভালো ? আকাশভরা কিরণধারা আছিল মোর তপনতারা, তাজিকে শুধু একেলা তুমি আমার আঁখি-আলো, কে জানে এ কি ভালো ? কত না শোভা, কত না সুখ, কত না ছিল অমিয়-মুখ, নিত্য-নব পুষ্পরাশি ফুটিত মোর দ্বারে ; মনের ছিল শতেক গেহ, আকাশ ছিল, ধরণী ছিল আমার চারিধারে ; কোথায় তা’রা, সকলে আজি তোমাতেই লুকালো । কে জানে এ কি ভালো ? 8 o D