এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কম্পিত এ হৃদয়খানি তামার কাছে তাই । দিবসনিশি জাগিয়া আছি নয়নে ঘুম নাই। সকল গান, সকল প্রাণ তোমারে আমি করেছি দান, তোমারে ছেড়ে বিশ্বে মোর তিলেক নাহি ঠাই । সকল পেয়ে তবুও যদি তৃপ্তি নাহি মেলে, তবুও যদি চলিয়া যাও আমারে পাছে ফেলে, নিমেষে সব শূন্ত হবে তোমারি এই আসন ভবে, চিহ্নসম কেবল র’বে মৃত্যু-রেখা কালো । কে জানে এ কি ভালো ? ১৪ই ভাদ, ১৮৮৯ । 8 o o