এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
নবমেঘ-পক্ষপরে করিয়া আসীন পাঠাতে চাহিয়াছিল প্রেমের বারতা অশ্রুবাষ্পভরা,—দূর বাতায়নে যথা বিরহিণী ছিল শুয়ে ভুতল-শয়নে মুক্তকেশে, মান বেশে সজল-নয়নে ? তাদের সবার গান তোমার সঙ্গীতে পাঠায়ে কি দিলে, কবি, দিবসে নিশীথে দেশে দেশান্তরে, খুজি বিরহিণী প্রিয়া ? শ্রাবণে জাহ্নবী যথা যায় প্রবাহিয়৷ টানি লয়ে’ দিশ দিশান্তের বারিধারা মহাসমুদ্রের মাঝে হ’তে দিশাহারা । পাষাণ-শৃঙ্খলে যথা বন্দী হিমাচল আষাঢ়ে অনন্ত শূন্যে হেরি মেঘদল স্বাধীন-গগন-চারী, কাতরে নিশ্বাসি’ সহস্ৰ কন্দর হ’তে বাষ্প রাশি রাশি পাঠায় গগন পানে ; ধায় তা’র ছুটি” উধাও কামনা সম ; শিখরেতে উঠি” সকলে মিলিয়া শেষে হয় একাকার সমস্ত গগনতল করে অধিকার । সেদিনের পরে গেছে কত শতবার প্রথম দিবস, স্নিগ্ধ নব-বরষার । وان\ e 8