এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রতি বৰ্মা দিয়ে গেছে নবীন জীবন তোমার কাব্যের পরে, করি বরিষণ নববৃষ্ট্রিবারিধারা ; করিয়া বিস্তার নবঘনস্নিগ্ধচ্ছায়া ; করিয়া সঞ্চার নব নব প্রতিধ্বনি জলদমন্দ্রের ; স্ফীত করি স্রোতোবেগ তোমার ছন্দের বৰ্মা-তরঙ্গিণী সম । কত কাল ধরে’ কত সঙ্গীহীন জন, প্রিয়াহীন ঘরে, বৃষ্টিকান্ত বহুদীর্ঘ লুপ্ত-তারাশশী আষাঢ় সন্ধ্যায়, ক্ষীণ দীপালোকে বসি’ ওই ছন্দ মন্দ মন্দ করি’ উচ্চারণ নিমগ্ন করেছে নিজ বিজন-বেদন । সে সবার কণ্ঠস্বর কর্ণে আসে মম সমুদ্রের তরঙ্গের কলধ্বনি সম তব কাবা হ’তে । ভারতের পূর্বশেষে আমি বসে আজি ; যে শ্যামল বঙ্গদেশে জয়দেব কবি, আর এক বর্ষাদিনে দেখেছিলা দিগন্তের তমাল-বিপিনে শ্যামচ্ছায়া, পূর্ণ মেঘে মেদুর অম্বর। 8 o q