এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মানসী আজি অন্ধকার দিবা, বৃষ্টি ঝরঝর, দুরন্ত পবন অতি, আক্রমণে তা’র অরণ্য উদ্যতবাহু করে হাহাকার । বিদ্যুৎ দিতেছে উকি ছিড়ি মেঘ ভার খরতর বক্র হাসি শূন্ত্যে বরষিয়া । অন্ধকার রুদ্ধগুহে একেলা বসিয়। পড়িতেছি মেঘদূত ; গুহত্যাগী মন মুক্তগতি মেঘপৃষ্ঠে লয়েছে আসন, উড়িয়াছে দেশদেশান্তরে । কোথা আছে সানুমান আম্রকুট ; কোথা বতিয়াছে বিমল বিশীণ রেবা বিন্ধ্য-পদমলে পরিণত-ফলশ্যাম জম্বুবনচ্ছায়ে কোথায় দশার্ণ গ্রাম রয়েছে লুকায়ে প্রস্ফুটিত কেতকার বেড়া দিয়ে ঘেরা ; পথ-তরু-শাখে কোথা গ্রাম বিহঙ্গেরা বর্ষায় বাধিছে নীড়, কলরবে ঘিরে’ বনস্পতি ; না জানি সে কোন নদীতীরে যুখীবনবিহারিণী বনাঙ্গনা ফিরে, 8 o bro