এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অহল্যার প্রতি কি স্বপ্নে কাটালে তুমি দীর্ঘ দিবানিশি, অহল্যা, পাষাণ-রূপে ধরাতলে মিশি নিববাপিত-হোম-আগ্নি তাপস-বিহীন শূন্য তপোবনচ্ছায়ে ? আছিলে বিলীন বৃহৎ পৃথ্বীর সাথে হয়ে এক-দেহ, তখন কি জেনেছিলে তা’র মহাস্নেহ ? ছিল কি পাষাণ-তলে অস্পষ্ট চেতনা ? জাবধাত্রা জননীর বিপুল বেদনা, মাতৃধৈৰ্য্যে মৌন মূক সুখ দুঃখ যত অনুভব করেছিলে স্বপনের মত সুপ্ত আত্মা মাঝে ? দিবারাত্রি অহরহ লক্ষ কোটি পরাণীর মিলন, কলহ, আনন্দ-বিষাদ-ক্ষুব্ধ ক্ৰন্দন, গর্জন, অযুত পান্থের পদধ্বনি অনুক্ষণ পশিত কি অভিশাপ-নিদ্রা ভেদ করে” কণে তোর, জাগাইয়া রাখিত কি তোরে নেত্রহীন মূঢ় রূঢ় অৰ্দ্ধ জাগরণে ? বুঝিতে কি পেরেছিলে আপনার মনে নিত্য-নিদ্রাহীন ব্যথা মহাজননীর ? যেদিন বহিত নব বসন্তসমীর, 8> ミ