এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিদেশী ফুলের গুচ্ছ শেলি > মধুর সুয্যের আলো, আকাশ বিমল, সঘনে উঠিছে নাচি’ তরঙ্গ উজ্জ্বল । মধ্যাহ্নের স্বচছ করে সাজিয়াছে থরে থরে ক্ষুদ্র নীল দ্বীপগুলি, শুভ্ৰ-শৈল-শির ; কাননে কুঁড়িরে ঘিরি’, পড়িতেছে ধারি ধারি পৃথিবীর অতি মৃদ্য নিশ্বাস সমীর । একই আনন্দে যেন গায় শত প্রাণ ; বাতাসের গান তার পার্থীদের গান, সাগরের জলরব পার্থীদের কলরব এসেছে কোমল হয়ে স্তব্ধতার সঙ্গীত সমান । আমি দেখিতেছি চেয়ে সমুদ্রের জলে শৈবাল বিচিত্র বর্ণ ভাসে দলে দলে । ○>