এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
আমি উচ্ছ স্থল এ মুখের পানে চাহিয়া রয়েছ কেন গো আমন করে’ ? চিনিতে নারিবে বুঝিতে নারিবে মোরে । কেঁদেছি হেসেছি ভালো যে বেসেছি এসেছি যেতেছি সরে’ কি জানি কিসের ঘোরে । কোথা হ’তে এত বেদনা বহিয়া এসেছে পরাণ মম, বিধাতার এক অর্থ-বিহীন প্ৰলাপ-বচন সম ! প্রতিদিন যারা আছে সুখে দুখে তামি তাহাদের নই,— এসেছি নিমেষে যাইব নিমেষ বই । আমারে চিনিনে, তোমারে জানিনে, আমার আলয় কই । 8) ఏ