পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুধু জগৎ বেড়িয়া নিয়মের পাশ অনিয়ম শুধু আমি । বাসা বেঁধে আছে কাছে কাছে সবে কত কাজ করে কত কলরবে, চিরকাল ধরে দিবস চলিছে দিবসের অনুগামী । আমি নিজবেগ সামালিতে নারি ছুটেছি দিবসযামা । প্রতিদিন বহে মুদ্র সমারণ, প্রতিদিন ফুটে ফুল । ঝড় শুধু আসে ক্ষণেকের তরে স্বজনের এক ভুল । দুরন্ত সাধ কাতর বেদনা ফুকারিয়া উভরায় আঁধার হইতে আঁধারে ছুটিয়া যায় । এ আবেগ নিয়ে কার কাছে যাব, নিতে কে পরিবে মোরে ? কে আমারে পারে আঁকড়ি রাখিতে দু’খানি বাহুর ডোরে ? 8২০