পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগন্তুক ওগো স্থখা প্রাণ, তোমাদের এই ভব-উৎসব ঘরে অচেনা অজান! পাগল তাতিথি এসেছিল ক্ষণতরে । ক্ষণেকের তরে বিস্ময়ভরে চেয়েছিল চারিদিকে বেদনাবাসনাব্যাকুলতাভর তৃষাতুর অনিমিখে । উৎসববেশ ছিল না তাহার কণ্ঠে ছিল না মাল, কেশপাশ দিয়ে বাহিরিতেছিল দাপ্ত অনলজালা । তোমাদের হাসি তোমাদের গান থেমে গেল তা’রে দেখে,* শুধালে না কেহ পরিচয় তা’র, বসালে না কেহ ডেকে । কি বলিতে গিয়ে বলিল না আর, দাড়ায়ে রহিল দ্বারে, 8ミ8