এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কড়ি ও কোমল উপকূলপানে ধেয়ে মুঠি মুঠি তারাবৃষ্টি করে ঢেউগুলি। বিরলে বালুকাতীরে একা বসে’ রয়েছিরে, চারিদিকে চমকিছে জলের বিজুলী । তালে তালে ঢেউগুলি করিছে উত্থান, তাই হ’তে উঠিতেছে কি একটি তান । মধুর ভাবের ভরে হৃদয় কেমন করে আমার সে ভাব আজি বুঝিবে কি আর কোনো প্রাণ ? ریڼ হায় মোর নাই আশা, নাইক আরাম, ভিতরে নাইক শান্তি বাহিরে বিরাম । নাই সে সন্তোষধন— জ্ঞানী ঋষি যোগিগণ ধ্যান সাধনায় যাহা পায় করতলে ; আননদ-মগন মন করে তারা বিচরণ বিমল মহিমালোক অন্তরেতে জ্বলে । ৩২