এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সন্ধ্যায় ওগো তুমি, অমনি সন্ধার মত হও । সুদুর পশ্চিমাচলে কনক তাকাশতলে অমনি নিস্তর চেয়ে র ও । তামনি সুন্দর শান্ত, অমনি করুণ কান্ত, অমনি নীরব উদাসিনী, ওই মত ধীরে ধীরে আমার জীবন-তীরে বারেক দাড়া ও একাকিনী । জগতের পরপারে নিয়ে যা ও আপনারে দিবসনিশার প্রান্তদেশে । থাক হাস্য-উৎসব, না আহুক কলরব ংসারের জনহান শেষে । এস তুমি চুপে চুপে শ্রান্তিরূপে নিদ্রারূপে, এস তুমি নয়ন আনত, এস তুমি স্নান হেসে দিবাদগ্ধ আয়ুঃশেষে মরণের আশ্বাসের মত । আমি শুধু চেয়ে থাকি অশ্রুহীন শ্রান্তর্জাখি পড়ে থাকি পৃথিবীর পরে ; খুলে দাও কেশভার, ঘনস্নিগ্ধ অন্ধকার মোরে ঢেকে দিক স্তরে স্তরে । 8 રોજ