পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মানসী তবে থাক ! ওই শোন, অন্ধকারে শোনা যায় জলের কল্লোলস্বর, পল্লবের মরমর, বাতাসের দীর্ঘশ্বাস শুনিয়া শিহরে কায় । আরো উদ্ধে দেখ চেয়ে— অনন্ত আকাশ ছেয়ে প্রাণপণ দীপ্তভাষা জ্বলিয়া ফুটিতে চায়। এস চুপ করে’ শুনি এই বাণী স্তব্ধতার, এই অরণ্যের তলে কানাকানি জলে-স্থলে ; মনে করি হ’ল বলা ছিল যাহা বলিবার । হয়ত তোমার ভাবে তুমি এক বুঝে যাবে আমার মনের মত আমি বুঝে যাব আর ; নিশীথের কণ্ঠ দিয়ে কথা হ’বে দু’জনার । মনে করি দুটি তারা জগতের একধারে পাশাপাশি কাছাকাছি তৃষাতুর চেয়ে আছি, চিনিতেছি চিরযুগ, চিনিনাক কেহ কারে । দিবসের কোলাহলে প্রতিদিন যাই চলে’ ফিরে আসি রজনীর ভাষাহীন অন্ধকারে ; বুঝিবার নহে যাহা, চাই তাহা বুঝিবারে। 898