এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
মৌন ভাষা তোমার সাহস আছে, আমার সাহস নাই। এই যে শঙ্কিত আলো অন্ধকারে জ্বলে ভালো কে বলিতে পারে বল যাহা চাও একি তাই । তবে ইয়া থাক দূরে কল্পনার স্বপ্নপুরে, যার যাহা মনে লয় তাই মনে করে যাই ; এই চির-আবরণ খুলে ফেলে কাজ নাই। এস তবে বসি হেথা, বলিয়ো না কোনো কথা । নিশীথের অন্ধকারে ঘিরে দিক দুজনারে আমাদের দুজনের জীবনের নীরবতা । দুজনের কোলে বুকে আঁধারে বাড়ক সুখে দুজনের এক শিশু জনমের মনোব্যথা । তবে আর কাজ নাই, বলিয়ো না কোনো কথা । ১•ই কাৰ্ত্তিক, ১৮৯০ । 8v9(t