পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার সুখ ভালবাসা-ঘেরা ঘরে কোমল শয়নে তুমি যে সুখেই থাক যে মাধুরী এ জীবনে আমি পাইয়াছি, তাহ তুমি পেলেনাক । এই যে অলস বেলা, অলস মেঘের মেলা, জলেতে আলোতে খেলা সারাদিনমান, এরি মাঝে চারিপাশে কোথা হ’তে ভেসে আসে ওই মুখ, ওই হাসি, ওই দুনয়ান। সদা শুনি কাছে দূরে মধুর কোমল সুরে তুমি মোরে ডাক ; তাই ভাবি এজীবনে আমি যাহা পাইয়াছি তুমি পেলেনাক ! কোনো দিন একদিন আপনার মনে, শুধু এক সন্ধ্যাবেলা আমারে এমনি করে* ভাবিতে পারিতে যদি বসিয়া একেলা ; এমনি সুদূর বঁাশি শ্রবণে পশিত আসি’ বিষাদ-কোমল হাসি ভাসিত অধরে । טאס\8