পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদেশী ফুলের গুচ্ছ আর্নেষ্ট মায়াস। আমায় রেখে না ধরে? আর আর হেথা ফুল নাহি ফুটে । হেমন্তের পড়িছে নীহার, অামায় রেখো না ধরে” আর । যাই হেথা হ’তে যাই উঠে, আমার স্বপন গেছে টুটে । কঠিন পাষাণ পথে যেতে হবে কোনোমতে পা দিয়েছি যবে । একটি বসন্ত রাতে ছিলে তুমি মোর সাথে, পোহাল ত, চলে’ যাও তবে ।