পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদেশী ফুলের গুচ্ছ শত-তারা-পুষ্পময়ী মহতী-প্রকৃতি আয়ি, না হয় একটি শিশু নিলি চুরি করে’— অসীম ঐশ্বৰ্ঘ্য তব তাহে কি বাড়িল নব ? নুতন আনন্দ-কণা মিলিল কি ওরে ? অথচ তোমারি মত বিশাল মায়ের হিয়া, সব শূন্য হয়ে গেল একটি সে শিশু গিয়া । SSMSSSMSSSMLSSSMSSSMSSSMSSS মূ্যর নিদাঘের শেষ গোলাপ কুসুম এক বন আলো করিয়া ; রূপসী তাহার সহচরীগণ শুকায়ে পড়েছে ঝরিয়া । একাকিনী আহা, চারিদিকে তার কোনো ফুল নাহি বিকাশে, হাসিতে তাহার মিশাইতে হাসি নিশাস তাহার নিশাসে । বোটার উপরে শুকাইতে তোরে রাখিব না একা ফেলিয়া, N○ぶ。