পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল কি যে হয়ে গেল পারিনে বলিতে, এইটুকু শুধু জানি— বসন্তও গেল তা’ও চলে’ গেল একটি না কয়ে’ বাণী । যা-কিছু মধুর সব ফুরাইল, সে ও হল অবসান, আমারেই শুধু ফেলে রেখে গেল স্থখঙ্গীন মিয়মাণ । স্থইনবর্ণ রবির কিরণ হ’তে আড়াল করিয়া রেখে মনটি আমার আমি গোলাপে রাখিনু ঢেকে ; সে বিছানা সুকোমল, বিমল নীহার চেয়ে, তারি মাঝে মনখানি রাখিলাম লুকাইয়ে । একটি ফুল ন নড়ে, একটি পাতা না পড়ে, তবু কেন ঘুমায় না, চমকি চমকি চায় ? ঘুম কেন পাখা নেড়ে উড়িয়ে পালিয়ে যায় ? আর কিছু নয়, শুধু গোপনে একটি পাখী কোথা হ’তে মাঝে মাঝে উঠিতেছে ডাকি ডাকি । 8之