পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদেশী ফুলের গুচ্ছ দেশের সবাই জানে কাহিনী আমার, বলে তা’র “এত প্রেম আছে বা কাহার ।” পাখী সে পালায়ে গেছে কথাটি না বলে’ এমন ত সব পাখী উড়ে যায় চলে’ । চিরদিন তা’রা কভু থাকে না সমান, এমন ত কত শত রয়েছে প্রমাণ । ডাকে, আর গায়, আর উড়ে যায় পরে, এ ছাড়া বল ত তা’রা আর কিবা করে ? পাখী গেল যার, তার এক দুঃখ আছে— ভুলে যেতে ভুলে সে গিয়াছে । সারাদিন দেখি আমি উড়িতেছে কাক, সারারাত শুনি তামি পেচকের ডাক । চন্দ্র উঠে অস্ত যায় পশ্চিম সাগরে, পুরবে তপন উঠে জলদের স্তরে । পাতা ঝরে, শুভ্র রেণু উড়ে চারিধার, বসন্ত মুকুল এ কি ? অথবা তুষার ? হৃদয় বিদায় লই এবে তোর কাছে— বিলম্ব হইয়া গেল—সময় কি আছে ? শান্ত হ’রে—একদিন স্থখী হ’বি তবু মরণ সে ভুলে যেতে ভোলে না ত কতু । 5 8어