এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সাত ভাই চম্পা পশ্চিমেতে ঝিকিমিকি, পুবে আঁধার করে, সাতটি ভায়ে গুটিহুটি চাপা ফুলের ঘরে । “গল্প বল পারুল দিদি সাতটি চাপা ডাকে, পারুল দিদির গল্প শুনে মনে পড়চে মা’কে । প্রহর বাজে, রাত হয়েছে, ববি করে বন, ফলের মাঝে ঘুমিয়ে প’ল আটটি ভাই বোন । সাতটি তারা চেয়ে আছে সাতটি চাপার বাগে, চাদের আলো সাতটি ভায়ের মুখের পরে লাগে । ফুলের গন্ধে ঘিরে আছে সাতটি ভায়ের তনু— কোমল শয্যা কে পেতেছে সাতটি ফুলের রেণু । ফুলের মধ্যে সাত ভায়েতে স্বপন দেখে মা’কে, সকাল বেলা ‘জাগো জাগো” পারুল দিদি ডাকে । ○○