পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরানো বট লুটিয়ে পড়ে জটিল জটা ঘন পাতার গহন ঘটা, হেথা কোথায় রবির ছটা, পুকুর ধারে বট । দশ দিকেতে ছড়িয়ে শাখা, কঠিন বাহু তীকা বঁকা, স্তব্ধ যেন আছ আঁকা, শিরে আকাশ পট । 争 নেবে নেবে গেছে জলে শিকড়গুলো দলে দলে, সাপের মত রসাতলে আলয় খুজে মরে । শতেক শাখা-বাহু তুলি” বায়ুর সাথে কোলাকুলি আনন্দেতে দোলাতুলি গভীর প্রেমভরে । ○ 8