পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঝড়ের তালে নড়ে মাথা, কাপে লক্ষ কোটি পাতা, আপন মনে কি গাও গাথা, তুলাও মহাকায়া । তড়িৎ পাশে উঠে হেসে ঝড়ের বেলা ঝটিৎ এসে ; দাড়িয়ে থাকে এলোকেশে তলে গভীর ছায়া । দখিন বায় তোমার কোলে তোমার বহু পরে দোলে গান গাহে সে উতরোলে, ঘুমিয়ে তবে থামে। পাতার ফঁাকে তারা ফুটে, পাতার কোলে বাতাস লুটে ডাইনে তব প্রভাত উঠে, সন্ধ্য টুটে বামে । নিশি-দিসি দাড়িযে আছ মাথায় লয়ে জট, ছোট ছেলেটি মনে কি পড়ে ওগো প্রাচীন ৰট ? কতই শার্থী তোমার শাখে বসে যে চলে গেছে, 2 IS o ○ (? পুরানো বট