পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছোট ছেলে রইত চেয়ে বাসনা অগাধ, মনের মধ্যে খেলাত তার কত খেলার সাধ । বায়ুর মত খেলত যদি তোমার চারিভিতে, ছায়ার মত শুত যদি তোমার ছায়াটিতে । পাখীর মত উড়ে যেত উড়ে আসত ফিরে, হাসের মত ভেসে যেত তোমার তীরে তারে । নাইচে যারা তাদের মত নাইতে যেত যদি, জল আনতে যেত পথে কোথায় গঙ্গা নদী । খেলত যে সব ছেলেগুলি ডাক্ত যদি তারে, তাদের সাথে খেলত সুখে তাদের ঘরে দ্বারে । (어