এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কড়ি ও কোমল মনে হ’ত তোমার ছায়ে কতই কি যে আছে, কাদের যেন ঘুম পাড়াতে ঘুঘু ডাকত গাছে । মনে হ’ত তোমার মাঝে কাদের যেন ঘর । আমি যদি তাদের হতেম, কেন হলেম পর ? ছায়ার তলে ত{’র থাকে পাতার ঝরঝরে, গুনগুনিয়ে সবাই মিলে কতই যে গান করে । দূরে বাজে মূলতানে তান পড়ে আসে বেলা, ঘাসে বসে’ দেখে তা’র তমালো ছায়ার খেলা । সন্ধ্যে হলে বেণী বাধে তাদের মেয়ে গুলি, ছেলেরা সব দোলায় বসে* খেলায় তুলি তুলি’ । গহিন রাতে দখিন বগতে নিঝুম চারিভিত, ○とし一