পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাদের আলোয় শুভ্রতনু— ঝিমি ঝিমি গীত । ওখানেতে পাঠশালা নেই পণ্ডিত মশাই, বেত হাতে নাইক বসে’ মাধব গোসাই । সারাটা দিন ছুটি কেবল, সারাটা দিন খেলা, পুকুর ধারে আঁধার-কর বট গাছের তলা । y আজকে কেন নাইক তারা, আছে আর সকলে, তা’রা তাদের বাসা ভেঙে কোথায় গেছে চলে । ছায়ার মধ্যে মায়া ছিল ভেঙে দিল কে ? ছায়া কেবল রৈল পড়ে, কোথায় গেল সে ? ডালে বসে’ পার্থীরা আজ কোন প্রাণেতে ডাকে ? © ó পুরানো বট