পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হাসিরাশি নাম রেখেছি বালা রাণী, একরত্তি মেয়ে । হাসিখুসি চাদের আলো মুখটি আছে ছেয়ে। ফুটফুটে তার দাত ক’খানি পুট্‌পুটে তার ঠোট । মুখের মধ্যে কথাগুলি সব উলোট পালো । কচি কচি হাত দুখানি, কচি কচি মুঠি, মুখ নেড়ে কেউ কৈলে কথা হেসেই কুটিকুটি । তাই তাই তাই তালি দিলে দুলে দুলে নড়ে, চুলগুলি সব কালে কালো মুখে এসে পড়ে। “চলি—চলি—পা—পা” টলি টলি’ যায়, গরাবণী হেসে হেসে আড়ে আড়ে চায়। হাতটি তুলে চুড়ি ভূ-গাছি দেখায় যাকে তাকে, হাসির সঙ্গে নেচে নেচে নোলক দোলে নাকে । রাঙা দুটি ঠোঁটের কাছে মুক্ত আছে ফলে’, মায়ের চুমোখানি যেন মুক্ত হয়ে দোলে। আকাশেতে চাদ দেখেছে দুহাত তুলে চায়, মায়ের কোলে তুলে তুলে ডাকে আয় আয় । চাদের আঁখি জুড়িয়ে গেল তার মুখেতে চেয়ে, চাদ ভাবে কেথেকে এল চাদের মত মেয়ে ! Wり>