এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কড়ি ও কোমল কচি প্রাণের হাসিখানি চাদের পানে ছোটে, চাদের মুখের হাসি আরো বেশি ফুটে ওঠে। এমন সাধের ডাক শুনে চাদ কেমন করে আছে, তারাগুলি ফেলে বুঝি নেমে আসবে কাছে । স্থধামুখের হাসিখানি চুরি করে নিয়ে রাতারাতি পালিয়ে যাবে মেঘের আড়াল দিয়ে । আমরা তারে রাখব ধরে রাণীর পাশেতে। হাসিরাশি বাধা র’বে হাসিরাশিতে ।