এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কড়ি ও কোমল সহসা আজ কাহার পুণ্যে উদয় হ’লি মোদের ঘরে ? সঙ্গে করে নিয়ে এলি হৃদয়-ভরা স্নেহের হুধা, হৃদয় ঢেলে মিটিয়ে যাবি এ জগতের প্রেমের ক্ষুধা । থামো, থামো, ওর কাছেতে কোয়ো না কেউ কঠোর কথা, করুণ আঁখির বালাই নিয়ে কেউ কারে দিও না ব্যথা । সইতে যদি না পারে ও, কেঁদে যদি চলে
- যায়—
এ ধরণীর পাষাণ প্রাণে ফুলের মত ঝরে যায় । ওযে আমার শিশির-কণা, ওযে আমার সাঝের তারা, কবে এল কবে যাবে, এই ভয়েতে হইরে সারা । \と8