পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আহবান অভিমান করে কোথায় গেলি, আয় মা ফিরে, আয় মা ফিরে আয় দিন রাত কেঁদে কেঁদে ডাকি, আয় মা ফিরে, আয় মা ফিরে আয় সন্ধ্যে হল, গুহ অন্ধকার, মাগো, হেথায় প্রদীপ জ্বলে না, একে একে সবাই ঘরে এল, আমায় যে, মা, মা কেউ বলে না । সময় হ’ল বেঁধে দেবী চুল, পরিয়ে দেব রাঙা কাপড়খানি । সাঝের তারা সাঝের গগনে— কোথায় গেল, রাণী আমার রাণী ? রাত হ’ল যে, আঁধার করে আসে ঘরে ঘরে প্রদীপ নিবে যায় । আমার ঘরে ঘুম নেইক শুধু শূন্য নয়ন শূন্ত পানেই চায় । কোথায় ছুটি নয়ন ঘুমে ভরা, নেতিয়ে-পড়া ঘুমিয়ে-পড়া মেয়ে । ᏔᏱ☾