পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কড়ি ও কোমল শ্রান্ত দেহ ঢুলে ঢুলে পড়ে, মায়ের তরে আছে তবু চেয়ে । আঁধার রাতে চলে’ গেলি তুই, আঁধার রাতে চুপি চুপি আয় । কেউ ত তোরে দেখতে পাবে না, তারা শুধু তারার পানে চায় । পথে কোথাও জনপ্রাণী নেই, ঘরে ঘরে সবাই ঘুমিয়ে আছে । মা তোর শুধু একলা দ্বারে বসে’, চুপি চুপি আয় মা মায়ের কাছে । এ জগৎ যে কঠিন—কঠিন— কঠিন, শুধু মায়ের প্রাণ ছাড়া, সেইখানে তুই আয় মা ফিরে আয়, এত ডাকি, নাই কি তোমার সাড়া ? ט\ט\