পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মায়ের আশা ফুলের দিনে সে যে চলে গেল, ফুল ফোটা সে দেখে গেল না, ফুলে ফুলে ভরে গেল বন একটি সেত পরতে পেল না । ফুল ত ফোটে, ফুল ত ঝরে যায়— ফুল নিয়ে ত আর সকলে পরে, ফিরে এসে সে যদি দাড়ায়, একটিও যে র’বে না তার তরে । তা’র তরে যে মা শুধু তা’র আছে, আছে শুধু মায়ের প্রাণে স্নেহ, আছে শুধু মায়ের অশ্রদ্ধারা, নাইরে কিছু–নাই ত রে আর কেহ । খেলত যারা তা’রা খেলতে গেছে, হাস্ত যারা আজও তা’র হাসে, তা’র তরে যে পথ চেয়ে কেউ নেই মা এখনো রয়েছে তা’র আশে । হায় গো বিধি, এ কি ব্যর্থ হ’বে, ব্যর্থ হ’বে মায়ের ভালবাসা ? কত জনের কত আশা পূরে, ব্যর্থ হ’বে মা’র প্রাণেরই আশা ? chرl\