পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্রঃ সুহৃদ্ধর ত্রযুক্ত প্রিয়নাথ সেন স্থলচরবরেষু। জলে বাসা বেঁধেছিলেম, ডাঙায় বড় কিচিমিচি, সবাই গলা জাহির করে, চেচায় কেবল মিছিমিছি। সস্তা লেখক কোকিয়ে মরে, ঢাক নিয়ে সে খালি পিটোয়, ভদ্র লোকের গায়ে পড়ে কলম নেড়ে কালি ছিটোয়। এখেনে যে বাস করা দায় ভন্‌ভনানির বাজারে, প্রাণের মধ্যে গুলিয়ে ওঠে হটগোলের মাঝারে । কানে যখন তাল ধরে উঠি যখন ছাপিয়ে কোথায় পালাই—কোথায় পালাই—জলে পড়ি ঝাপিয়ে । গঙ্গা-প্রাপ্তির আশা করে’ গঙ্গাযাত্রা করেছিলেম । তোমাদের না বলে? কয়ে আস্তে আস্তে সরেছিলেম । দুনিয়ার এই মজলিষেতে এসেছিলেম গান শুনতে ; আপন মনে গুনগুনিয়ে রাগরাগিণীর জাল বুনতে। গান শোনে সে কাহার সাধ্যি, ছোড়াগুলো বাজায় বাছি, বিদ্ভেখানা ফাটিয়ে ফেলে থাকে তার তুলে ধুনতে।

  • নৌক যাত্রা হইতে ফিরিয়া আসিয়া লিখিত ।

سراما\