এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
এই শান্তি-সলিলেতে দিয়েছিলেম ডুব, হট্টগোলটা ভুলেছিলেম সুখে ছিলেম খুব । জানত ভাই আমি হচ্চি জলচরের জাত, আপন মনে সাৎরে বেড়াই—ভাসি যে দিন রাত । রোদ পোহাতে ডাঙায় উঠি, হাওয়াটি খাই চোখ বুজে, ভয়ে ভয়ে কাছে এগোই তেমন তেমন লোক বুঝে । গতিক মন্দ দেখলে আবার ডুবি অগাধ জলে, এমনি করে’ই দিনটা কাটাই লুকোচুরির ছলে । তুমি কেন ছিপ ফেলেছে শুকনো ডাঙায় বসে’ ? বুকের কাছে বিদ্ধ করে টান মেরেচ কসে । আমি তোমায় জলে টানি তুমি ডাঙায় টানো, অটল হয়ে বসে’ আছ হার ত নাহি মানে । আমারি নয় হার হয়েছে তোমারি নয় জিৎ— খাবি খাচ্চি ডাঙায় পড়ে হয়ে পড়ে চিৎ। আর কেন ভাই, ঘরে চল, ছিপ গুটিয়ে নাও,— রবীন্দ্রনাথ পড়ল ধরা ঢাক পিটিয়ে দাও । 어