এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কড়ি ও কোমল নাই কি, মা, মানবের গভীর ভাবনা, হৃদয়ের সীমাহীন আশা । জেগে নাই অন্তরেতে অনন্ত চেতনা, জীবনের অনন্ত পিপাসা । হৃদয়েতে শুস্ক কি, মা, উৎস করুণার, শুনি না কি তুর্থীর ক্ৰন্দন । জগৎ শুধু কি মা গো তোমার আমার ঘূমাবার কুসুম-আসন । শুনো না কাহারা ওই করে কানাকানি অতি তুচ্ছ ছোট ছোট কথা । পরের হৃদয় লয়ে’ করে টানাটানি শকুনীর মত নিৰ্ম্মমতা । শুনো না করিছে কা’র কথা-কাটাকাটি মাতিয়া জ্ঞানের অভিমানে, রসনায় রসনায় ঘোর লাঠালাঠি, আপনার বুদ্ধিরে বাখানে । তুমি এস দূরে এস, পবিত্র নিভৃতে, ক্ষুদ্র অভিমান যাও ভুলি’ । সযতনে ঝেড়ে ফেল বসন হইতে প্রতি নিমেষের যত ধূলি । 合や2