পাতা:কাব্যগ্রন্থ (দ্বিতীয় খণ্ড).djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিমেষের ক্ষুদ্র কথা, ক্ষুদ্র রেণুজাল আচ্ছন্ন করিছে মানবেরে, উদার অনন্ত তাই হতেছে আড়াল তিল তিল ক্ষুদ্রতার ঘেরে । আছে মা, তোমার মুখে স্বগের কিরণ, য়েতে উষার আভাস, খুজিছে সরল পথ ব্যাকুল নয়ন, চারিদিকে মর্ত্যের প্রবাস । আপনার ছায়া ফেলি” আমরা সকলে পথ তোর অন্ধকারে ঢাকি, ক্ষুদ্র কথা, ক্ষুদ্র কাজে, ক্ষুদ্র শত ছলে, কেন তোরে ভুলাইয়। রাখি । কেন মা, তোমারে কেহ চাহে না জানাতে অনন্ত জগৎব্যাপী ঈশ্বরের সাথে তোমার যে সুগভীর মিল । কেন কেহ দেখায় না, চারিদিকে তব ঈশ্বরের বাহুর বিস্তার। ঘেরি’ তোরে, ভোগ-সুখ ঢালি’ নব নব গৃহ বলি রচে কারাগার। 어어